তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫ টায় বৈরী আবহাওয়ার মধ্যেও পৌর শহরের আল-হেরা একাডেমি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সদস্য নয়ন চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা বলেন, “নিরাপদ সড়কের পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা আমাদের দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি সবুজ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই।”
তাঁরা আরও বলেন, “জাতীয় নিরাপদ সড়ক দিবস কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি যেন সবার মাঝে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। সড়ককে নিরাপদ করতে আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।