রবিবার বিকাল ৪ টায় মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলা প্রশাসনের সভাকক্ষে বাস মালিক ট্রাক মালিক, ও সিএনজি মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে টংগিবাড়ী উপজেলা প্রশাসন সার্বিক
সহযোগিতায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখা।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলা নির্বার্হী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট জনাব মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও টংগিবাড়ী উপজেলা শাখার উপদেষ্টা এম জামাল হোসেন মন্ডল, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বেপারী , অনুষ্ঠান টি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন অপু।
উক্ত অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন। টংগিবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও উত্তর বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, খোরশেদ আলম, উত্তর পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ, রান্ধুনী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসান শাহরিয়ার, কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় ৬ বছরের আরবি র পিতা আলমগির শেখ ও তার চাচা ও উপস্থিত ছিলেন।
বাস মালিক সমিতির সহ-সভাপতি ঢাকা বেতকা পরিবহনেরন আকবর মজুমদার, সংকর ভাওয়াল, সেলিম বেপারী, মিনি ট্রাক ও ড্রাম ট্রাক পরিবহন মালিক সমিতি (বালুর চড়,) সভাপতি সুজন ফকির, , ওয়াহিদ বেপারী , কামাল হোসেন, সিএনজি চালক সমিতির লাইন ইনচার্জ নুর মোহাম্মদ নুরু, আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই( নিসচা) টংগিবাড়ী উপজেলা শাখার যুগ্ম সপ্মাদক মোঃ মাসুদ হোসেন বেপারী, সংগঠনিক সম্পাদক আঃ ছাত্তার নয়ন, কার্যকরী সদস্য বাবুল শেখ, আক্কাছ বেপারী, সার্ভেয়ার কামাল হোসেন, কাজী তামিম, এম এ মজিদ, ফারুক শেখ,
আঃ কুদ্দুস শেখ প্রমূখ।
