‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যদায় যশোরে পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস।
জেলা প্রশাসন যশোর ও বিআরটিএ যশোর-নড়াইল এর যৌথ আয়েজনে দিবসটি পালিত হয়। বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসন।
নিরাপদ সড়ক চাই যশোর জেলার উদ্যোগে একটি র্র্যালি যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব কাজী সায়েমুজ্জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যশোর কোরান ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জনাব এস এম মাহফুজুর রহমান, সহকারি পরিচালক (ইঞ্জিঃ)বিআরটিএ যশোর নড়াইল।
উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশনেন জনাব তারাজুল ইসলাম, সাধারণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখা, জনাব জাহিদ হাসান টুকন, সভাপতি প্রেসক্লাব যশোর, বদরুজ্জামান বাবলু, সভাপতি বাস-ট্রাক-মিনিবাস মালিক সমিতি যশোর, জনাব সেলিম রেজা মিঠু, সাঃ সম্পাদক যশোর জেলা পরিবহণ শ্রমিক সংস্থা ২২৭, বিশ্বনাথ ঘোষ, সভাপতি, শ্রমিক ইউনিয়ন ৪৬২, ডা.মোঃ রেহনেওয়াজ এম ও বি এস, সিভিল সার্জন অফিস।
আলোচনা অনষ্ঠানে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা ও পরিবহণ শ্রমিকদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসন, বিআরটিএ যশোর নড়াইলে কর্মকর্তা কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, ও নিরাপদ সড়ক চাই যশোর জেলা শাখার সদস্যগণ উপস্থিত ছিলেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/q3k4