“মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু।
উপস্থিত ছিলেন নিসচা রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক সুলতান মাহমুদ সুমন। মাসব্যাপী কর্মসূচির সমন্বয়ক সংগঠনের সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন নিসচা সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, পরিবর্তনের পরিচালক নাসরিন আক্তার মিতা, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই এর আহ্বায়ক আসলাম উদ দৌলা, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সেভ দ্য নেচার এন্ড লাইভ চেয়ারম্যান মিজানুর রহমান, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, শ্রমিক নেতা মাসুদজ্জামান কাজল, ছাত্রনেতা তামিম সিরাজী, আব্দুর রহিম, ইয়াসের সভাপতি শামিউল আলীম, শাওন প্রমুখ। বক্তারা অবিলম্বে সড়ক আইন-১৮ বাস্তবায়ন ও সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন চিকিৎসক সমাজের পক্ষ থেকে ডাঃ মোঃ রোকনুজ্জামান (রিপন) কেন্দ্রীয় কিশোর কুড়ির মেলার পরিচালক শিশু সংগঠক রজব আলী, একাত্তরের শহীদ পরিবারের পক্ষে হাসানুজ্জামন। সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে নিসচা সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর সভাপতিত্বে ও নিসচার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় মরহুমা জাহানারা কাঞ্চনের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহন করেন নিসচার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সুমন সহ নিসচার নেতৃবৃন্দ। সকালে রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ, রাজশাহী সার্কেল, রাজশাহীর আয়োজনে আলোচনা সভায় নিসচার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু বক্তব্য রাখেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o5d4
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন