ইমন আহমদ ফাহিম, শ্রীমঙ্গল প্রতিনিধি: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও দেশের জনপ্রিয় সাবেক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শ্রীমঙ্গলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমঙ্গল নিসচা উপজেলা শাখার কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।
বর্তমানে ব্রেইন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ-সভাপতি মোঃ আমির হোসেন শেখ, মোঃ মতিউর রহমান মতিন, দপ্তর সম্পাদক মোঃ দুলা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইনাম উল্লা খান, যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান মিয়া, সদস্য মোঃ আবুল কাশেম, মোঃ আলমঙ্গীর হোসেন সরদার, সাইফুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ রনি মোল্লা প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/o4b5