জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) সৌদি আরব শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সামাদ আজাদ, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান।
সভায় বক্তব্য রাখেন —মোহাম্মদ এরশাদ, শাহ মোহাম্মদ সেলিম, নাছির উদ্দীন লিটন, আলী হোসেন আমিন, ইকবাল হোসেন মুন্না, মোহাম্মদ দিদার, নজরুল ইসলাম, মোহাম্মদ হারুন, সোলাইমান, মীর কামাল ও মোহাম্মদ রফিক।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মৌলা, যিনি ইলিয়াস কাঞ্চনের সুস্থতা ও দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনের সাফল্য কামনা করেন।
