পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, এ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কাউখালী শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রবিবার সাকাল ১১ টায় কাউখালী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি মোঃ আফসার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃহারুনু রশিদ, বেসরকারী উন্নয়ন সংস্থা ইফসার প্রতিনিধি মোঃ ওমর শরীফ, জ্ঞানেন্দু বিকাশ খিসা এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে ২০১৮ সালে জনগনের প্রত্যাশিত সড়ক আইন পূর্ণ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানানো হয়। এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াছ কাঞ্চন এর বিরুদ্ধে যারা মিথ্যা প্রচারণা চালাই তাদেরকে আইনের আওতাই আনার দাবী জানানো হয়।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/u2v3
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন