English

29 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
- Advertisement -

অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তারেক

- Advertisements -

নিবন্ধন না দেওয়ায় আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান অনশনরত অবস্থায় নির্বাচন ভবনের সামনে অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

বুধবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে টানা ৩০ ঘণ্টা ধরে অনশন করছেন দলটির এই নেতা। তিনি বলেন, আমৃত্যু অনশন করবো। দলের নেতাকর্মীরা জানান, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের অদূরেই রাখা হয়েছে অ্যাম্বুলেন্স।

তারেকের অনশনের প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন দল এরই মধ্যে বক্তব্য দিয়েছে। গণমাধ্যম ব্যক্তিত্বরাও এ নিয়ে সমালোচনা করেছেন।

সাংবাদিক আনিস আলমগীর তাকে দেখতে এসে বলেন, যারা জুলাইযোদ্ধা বা মানুষের সঙ্গে আছে তাদের নিবন্ধন না দেওয়াটা হতাশাজনক। আশা করি তিনি অনশন ভাঙবেন। নিজের শরীরের ক্ষতি করে আন্দোলন চালিয়ে যান এটা পছন্দ করি না। রফিকুল আমীনের মতো বিতর্কিত লোক, তার সঙ্গে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, তার মতো একজন চিহ্নিত জেলখাটা লোক যদি নিজের দলের নিবন্ধন পান, তাহলে তারেকের মতো নিবেদিত প্রাণ-এর দল কেন নিবন্ধন পাবে না।

এর আগে দুপুরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও তাকে দেখতে এসে বলেছেন, ডেসটিনির দল যদি নিবন্ধন পায়, তারেকের দল কেন পাবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) তিন দলকে (এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে দৌড়ে ছিটকে পড়ে তারেকের আম জনতার দল। এরপর বিকেল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকে অনশনে বসে যান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ib0m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন