টক শোতে বিএনপিকে তুচ্ছ-তাচ্ছিল্য করা ব্যক্তিদের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘সময় আসবে, তখন এসব কথার জবাব দেওয়া হবে। মির্জা আলমগীর এখনো জেলে কেন? মির্জা আব্বাস এখনো জেলে কেন? আমীর খসরু এখনো জেলে কেন? এর জবাব কি আপনারা দিতে পারবেন? কোনো দিনও পারবেন না। তাদের মিথ্যা মামলায় কারাগারে রেখেছেন।’
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।
