English

17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫
- Advertisement -

আমরা ঐক্যবদ্ধ হলে কোনো চাঁদাবাজ শ্রেণি রাজনীতি করতে পারবে না: মামুনুল হক

- Advertisements -

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, আমরা যদি সংঘবদ্ধভাবে কিছু সংখ্যক লোক অগ্রসর হই, তাহলে কোনো চাঁদাবাজ, মাস্তান শ্রেণি, টেন্ডারবাজ, দখলদার শ্রেণি দেশে রাজনীতি করতে পারবে না।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের রাজনগরে ইটা চা-বাগানের ঈদগাহ ময়দানে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘সত্য অনেক শক্তিশালী। সত্যের অনুসারীরা কম হলেও তারা শক্তিশালী। মিথ্যার অনুসারীরা সংখ্যায় বেশি হলেও তারা দুর্বল। তাই দেশ গঠনে ১৮ কোটি মানুষের চেয়ে ১৮ লাখ মানুষ ঐক্যবদ্ধ হলেই সত্যের বিজয় নিশ্চিত।’

তিনি বলেন, ‘জনগণের সম্পদ চুরি করে যারা খায়, এটা কোনো বৈধ সম্পদ নয়, এই সম্পদ জাহান্নামের আগুন। প্রচলিত রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এভাবে এক শ্রেণির মানুষ, তারা হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে। তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে। আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট।’

পুঁঁজিবাদী অর্থব্যবস্থার সমালোচনা করে মামুনুল হক বলেন, ‘সারা পৃথিবীজুড়ে পশ্চিমা সভ্যতা যে বিশ্বব্যবস্থা গড়ে তুলেছে, যে পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে তুলেছে, এই পুঁজিবাদী অর্থব্যবস্থা ভোগবিলাসের অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থা গরিবের রক্ত শোষণ করে বড়লোকদের আরাম-আয়েশের ব্যবস্থা করার অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থা দিয়ে রাজনৈতিকভাবে পশ্চিমারা গোটা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করছে। এই ব্যবস্থাকে উৎখাত করার জন্য একমাত্র বিকল্প ইসলাম ও খেলাফত।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য শেখ ফরিদ আহমদ খান, কেদ্রীয় সদস্য জালাল উদ্দিন আহমদ, সিলেট মহানগর সভাপতি গাজী রহমতুল্লাহ, মৌলভীবাজার জেলা সভাপতি হাবিবুর রহমান কাসেমি, সাধারণ সম্পাদক মুফতি হেলালুর রহমান হেলাল প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন