জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ‘আমরা আওয়ামী লীগের বন্ধু হতে চাই না, বিএনপিরও বন্ধু হতে চাই না। আমরা জনগণের বন্ধু হতে চাই। তাই জাতীয় পার্টি সংঘবদ্ধ হয়ে শক্তি সঞ্চয় করছে। জাতীয় পার্টির নেতৃত্বে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে নতুন সূর্যের উদয় হবে।
বৃহস্পতিবার পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় পার্টির মতো একটি দল এক সময় অত্যন্ত শক্তিশালী ছিল, যাকে বলা হয় দৈত্য। এ দৈত্য এতদিন ঘুমিয়ে ছিল। আজ দৈত্যের ঘুম ভেঙেছে। তাই রাজনৈতিক অঙ্গনে নতুন সূর্যের উদয় হচ্ছে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবুল হোসেন বাবলা, পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সাহিদুর রহমান টেপা, সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, মেজর (অব.) রানা মো. সোহেল প্রমুখ।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/saoi