লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন মুসলিম লীগের সাবেক মহাসচিব ও হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক পলিটিক্যাল সেক্রেটারি নুরুজ্জামান মুন্না।
মঙ্গলবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)-এর বাসভবনে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে নুরুজ্জামান মুন্না এলডিপিতে যোগদান করেন।
এসময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম এলডিপিতে যোগদান করায় তাকে স্বাগত জানান।
এলডিপিতে যোগ দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নুরুজ্জামান মুন্না বলেন, কর্নেল অলি আহমদ বীরবিক্রমের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এলডিপিতে যোগদান করেছি। এলডিপিকে সারাদেশে জনপ্রিয় করতে আমি কাজ করে যাব।
