English

31.1 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
- Advertisement -

জরুরি সংবাদ সম্মেলন ডেকে যা বললেন ববি হাজ্জাজ

- Advertisements -

ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বিএনপিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার কূটকৌশল পরাজিত আওয়ামী ফ্যাসিবাদকে মাঠে নামতে উৎসাহ দিচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জরুরি সম্মেলনে এ কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ‘পরাজিত আওয়ামী শক্তির যে আস্ফালন আমরা গতকাল গোপালগঞ্জে দেখেছি তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। সরকারের ব্যর্থতা এবং এনসিপি নেতৃবৃন্দের রাজনৈতিক অপরিপক্কতা, সবমিলিয়ে গতকালের ঘটনায় পুরো জাতির কাছে ভুল বার্তা গিয়েছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগ এবং পরিস্থিতির উন্নতির জন্য আমাদের সুপারিশ নিয়েই আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত দেশের মানুষের সবচেয়ে উৎকণ্ঠার বিষয় হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি। একটি দেশের সামগ্রিক স্থিতিশীলতা এবং বিনিয়োগের পরিবেশের ওপরেই নির্ভর করে।’

ববি হাজ্জাজ বলেন, ‘ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের রেখে যাওয়া দলীয় ক্যাডার নির্ভর প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশের মানুষের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হলেও অসম্ভব ছিল না। তবে সরকার প্রশাসনকে আওয়ামীমুক্ত করতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই বলেই জাতীয় রাজস্ব বোর্ডে “বিদ্রোহ” হয়েছিল। ’

এনডিএম চেয়ারম্যান বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং বাহিনীগুলোর অভ্যন্তরে কোনো শুদ্ধি অভিযান পরিচালনা করা হয় নাই বলেই সারাদেশে ঢিমেতালে তাদের কার্যক্রম চলছে। সর্ষের ভিতর “ভূত” রেখে নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ সম্ভব নয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খানসহ কেন্দ্রীয় নেতারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bgvi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন