English

16 C
Dhaka
শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
- Advertisement -

জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি: মির্জা ফখরুল

- Advertisements -

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি একটি পরীক্ষিত দল।

সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোল টহরী বাজারে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল তিনটা থেকে শুরু হওয়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ ও পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উন্নয়ন একমাত্র ধানের শীষই করতে পারবে, আর কেউ পারবে না। আমরা শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার সৈনিক।

যাদের আপন ভেবে মানুষ কাঁদে।

ভোটারদের সজাগ করে তিনি বলেন, সামনের মাসে ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে। একটি দল ভোট চাইতে আসছে আপনাদের কাছে, দাঁড়িপাল্লার কথা বলছে। তারা কি কখনো সরকারে গেছে? আপনাদের জন্য কোনো কাজ করেছে? করেনি।

আমরা কাজ করেছি। আমরা পরীক্ষিত দল। আমরা আপনাদের কাছে ভোট চেয়েছি, আপনারা ভোট দিয়েছেন। সরকারে গিয়ে আপনাদের জন্য কাজ করেছি।
এ সময় সরকারে থাকাকালীন করা বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অতীত অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। তাই সবাই ধানের শীষে ভোট দেবেন।

মির্জা ফখরুল উপস্থিত ভোটারদের কাছে জানতে চান, গত ১৫ বছরে তারা কেউ ভোট দিতে পেরেছেন কি না। জবাবে ভোটাররা বলেন তারা পারেননি। তখন তিনি বলেন, ভোটের আগের রাতেই ভোট হয়ে গেছে।

আবার কখনো ভোটের বাক্স নিয়ে চলে গেছে। এই ছিল গত ১৫ বছরের চিত্র। এখন একটি সুযোগ এসেছে। আমাদের হাসিনা আপা ভারতে চলে গেছেন-ভালোই করেছেন। কিন্তু আপনাদের যারা সমর্থন করতেন, তাদের বিপদে ফেলে গেছেন।

তিনি বলেন, আমরা বলছি, যারা নিরাপরাধ তাদের কেউ বিপদে পড়বেন না। আমরা তাদের পাশে আছি। যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেবো না। আমি আমার এলাকায় হিন্দু-মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান-সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করি। উন্নয়নের জন্য সবাইকে নিয়ে কাজ করতে চাই এবং সবাইকে সমান নিরাপত্তা দিতে চাই।

তিনি আরও বলেন, কিছু লোক হিন্দু-মুসলমান ভাগ করতে চায়। কিন্তু আমাদের ভাগ করার কোনো সুযোগ নেই। আমরা হিন্দু-মুসলমান একসঙ্গেই বসবাস করি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/m7as
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন