প্রতিষ্ঠা লগ্ন থেকেই হযরত হাফেজ্জী হুজুর রহ, এর প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন জিহাদের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতৃবৃন্দ। ইতিমধ্যেই দেশব্যাপি সংগঠন গোছানোর কাজ ও প্রার্থী যাচাই-বাছাই এর প্রক্রিয়া চলমান রয়েছে।তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে খেলাফত আন্দোলন।
আজ ১৬ জুন সোমবার বেলা ১১টায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নুরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসায় অনুষ্ঠিত খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা রুহুল আমিন,হাফেজ মাওলানা অলিউল্লাহ, মুফতি আল আমিন, হাফেজ আবু তাহের ও মোহাম্মদ আতিকুল ইসলাম প্রমুখ।
বৈঠকে আগামী ২৩ জুন ২৫ ইং সোমবার নরসিংদী এবং ৩০ জুন২৫ ইং সোমবার ভোলা জেলায় সাংগঠনিক সফর করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সবশেষে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্তি ঘোষনা করা হয়।