আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আলোচিত মডেল মেঘনা আলম আনুষ্ঠানিকভাবে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
বুধবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এসময় মেঘনা আলম বলেন, ঢাকা-৮ থেকে ট্রাক মার্কায় আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। নিয়ম অনুযায়ী আগামীকাল থেকে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করব। মেঘনা আলম যদি ঢাকা-৮ থেকে জাতীয় সংসদে প্রতিনিধি হিসেবে যেতে পারে, তাহলে এটি হবে একজন নারীর ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় উদাহরণ।
তিনি বলেন, আমি ঢাকা-৮ আসন থেকে প্রতিনিধিত্ব করব নিপীড়িত মানুষের, গণতন্ত্র প্রতিষ্ঠার এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হয়ে। গণঅধিকার পরিষদের যে আইডিওলজি, জনগণের অধিকার নিয়ে কথা বলা, আমি সবসময় সেই কাজটি করে যাব। আমার জয় হোক বা না হোক আমি যে প্রতিশ্রুতিতে নিজেকে আবদ্ধ করেছি, সেটি সবসময় চালিয়ে যাব।
