English

28 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
- Advertisement -

দিল্লিতে প্রতি সপ্তাহে উচ্চপদস্থ ভারতীয়দের সঙ্গে বৈঠক করেন কামাল, দাবি রিপোর্টে

- Advertisements -

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের। ওই দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতো আরও অনেক এমপি-মন্ত্রী ভারতে পালিয়ে যান। তাদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও।

গত বছরের ২ অক্টোবর তাকে কলকাতার বিখ্যাত নিকো পার্কে দেখা যায়। ওই সময় নিশ্চিত হওয়া যায় তিনি ভারতে পালিয়েছেন। বর্তমানে ওই দেশেই অবস্থান করছেন তিনি।

আওয়ামী লীগ সরকারের সাবেক এক এমপি নিয়মিত কামালের সঙ্গে বৈঠক করেন। তিনি জানিয়েছেন, কামাল কলকাতায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। যেখানে কামাল তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথাবার্তা বলেন। শুধু তাই নয়, পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি সপ্তাহে দিল্লি যান এবং সেখানে ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’ এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে পলাতক আওয়ামী এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের অবস্থান এবং সেখানে তারা কীভাবে জীবন-যাপন করছেন তা তুলে ধরে আনার চেষ্টা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কামাল সম্পর্কে পলাতক এক এমপি বলেছেন- “কলকাতার অ্যাপার্টমেন্টে তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। সেখানে নিয়মিত আওয়ামী নেতাদের সঙ্গে দেখা করেন তিনি। তিনি দলীয় বৈঠকের জন্য প্রতি সপ্তাহে দিল্লি যান এবং ভারতের উচ্চপদস্থ (সামরিক-বেসামরিক) নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন।”

নাম গোপন রাখা পলাতক ওই এমপি জানিয়েছেন, আওয়ামী নেতাকর্মীদের উদ্বুদ্ধ রাখার কাজ দেওয়া হয়েছে কামালকে। তিনি প্রায়ই নেতাদের উদ্দেশ্যে বলেন, “আমরা এখানে বিশ্রাম আর আজীবন থাকতে আসিনি। আমরা এখানে বেঁচে থাকতে এবং কালকের জন্য লড়াই করতে এসেছি।” 

The short URL of the present article is: https://www.nirapadnews.com/adwn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন