English

30 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

দূষণ রোধে মেয়র-এমপিদের ঢাকার নদীতে গোসলের পরামর্শ জামায়াত নেতার

- Advertisements -

দেশের নদ-নদী ও খাল-বিলকে দূষণের হাত থেকে রক্ষায় ঢাকার মেয়র ও সংসদ সদস্যদের (এমপি) বছরে দুইবার ঢাকার নদীতে গোসল করার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

শনিবার (২৬ জুলাই) ঢাকায় পরিবেশ বিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরামর্শ দেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা ঢাকার চারটি নদী, বিশেষ করে বুড়িগঙ্গা পরিষ্কার রাখতে চাইলে মেয়র ও রাজনীতিবিদদের নেতৃত্বে বছরে অন্তত দুইবার নদীতে গোসল করতে হবে। মেয়র, এমপি, ডিসি, এসপি, ডিআইজি, কমিশনার, মন্ত্রী সবাই মিলে যদি বছরে দুইবার নদীতে গোসল করেন, তাহলে মানুষ তা দেখে উৎসাহিত হবে এবং ইনশাআল্লাহ নদীগুলো আপনাতেই পরিষ্কার হয়ে যাবে।

তিনি বলেন, সরকার আসে সরকার যায়, কিন্তু নদীর দূষণ কমে না, বরং দিন দিন বাড়ছে। তাই আমাদের এখনই উদ্যোগ নিতে হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইউরোপ বা চীনের নদীগুলো এত পরিষ্কার কেন? কারণ, সেখানে রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সবার অংশগ্রহণে নদীতে গোসল হয়। যদি নদীর পানি পরিষ্কার না থাকে, তাহলে মেয়র থাকতে পারে না। অথচ আমরা আমাদের নদীগুলোকে নিজের হাতেই ধ্বংস করে ফেলছি।

ক্ষমতার যোগ্যতা নিয়েও মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ক্ষমতা বা দায়িত্ব পাওয়ার আগে প্রমাণ করতে হবে, আমি সেটা পাওয়ার যোগ্য কি না।

পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বলেন, আমরা যদি ১৬-১৭ কোটি মানুষ নিজেদের বাড়ির আশপাশে গাছ লাগাই, তাহলে দেশে আর কোনো গাছের অভাব থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনভূমি, সেখানে রয়েছে মাত্র ৯ শতাংশ। তার মানে, আমরাই পরিবেশ ধ্বংস করছি।

তিনি সরকারের পাশাপাশি জনগণকেও পরিবেশ ও নদ-নদী রক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/g4mf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন