মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৮৩৬৪ জন।
আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে গতকাল রবিবার দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১৯ জন মারা যান, আর আক্রান্ত হন ৫২৬৮ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ২৭৬ জনে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ৮ লাখ ৯৬ হাজার ৭৭০ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৭০ জন এবং এখন পর্যন্ত ৮ লাখ ৭ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ug1c