পার্টি ছাড়া রাজনীতি টিকে থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দলটি থেকে সিরাজগঞ্জ ৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল।
দল থেকে একের পর এক পদত্যাগের প্রেক্ষাপটে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপরই তার পূর্ণ আস্থা রয়েছে।
শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান স্পষ্ট করেন। পোস্টে নাহিদ ইসলামের দুটি ছবি শেয়ার করে পারুল লেখেন, নাহিদের চোখে তিনি দেখেন দৃঢ়তা, ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং কোনো কিছুর জন্য ক্ষমা না চাওয়ার আত্মবিশ্বাস।
দিলশানা পারুল লেখেন, ছাত্রজীবনে দল ছাড়ার পর গত ২০ বছরে তিনি কাউকেই নিজের নেতা হিসেবে মানেননি। নাহিদ ইসলামকে তিনি আবেগের বশে নয়, বরং জেনে বুঝে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে নিজের নেতা হিসেবে গ্রহণ করেছেন।
নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল গড়ে তোলার বিকল্প নেই। এই দলে সীমাবদ্ধতা আছে, ব্যর্থতাও আছে, কিন্তু এটাও সত্য যে মাত্র দশ মাসের মধ্যে দলটি নির্বাচনে যাওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে।
তিনি আরও বলেন, আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপর তার সব ধরনের আস্থা রয়েছে। পার্টি থাকলেই রাজনীতি দাঁড়ায়।
পোস্টের শেষ অংশে রূপক ব্যবহার করে দিলশানা পারুল লেখেন, পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়। পাত্র না থাকলে জল ধারণ করবেন কোথায়।
