সমাবেশে ‘পুলিশি হামলা’র প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। রবিবার বিকেলে ছাত্রদলের সহ-দফতর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল সোমবার সারাদেশের জেলা, মহানগর এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এত আরও বলা হয়, কারাবন্দী সাংবাদিক মুশতাককে হত্যার প্রতিবাদে ছাত্রদল আহুত বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনী কর্তৃক নগ্ন হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এই কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।