English

22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
- Advertisement -

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা

- Advertisements -

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জুলাই সনদ নিয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আমার মনে হয়, সমস্ত রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে এ আলোচনায় অংশগ্রহণ করেছেন। আমি জানি না তারা কী করবেন। তবে আমার মনে হয় এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে সই করবেন। কনসেন্ট (সম্মতি) নিয়ে জুলাই সনদ হচ্ছে। মূল মতভেদ তো বাস্তবায়ন পদ্ধতি নিয়ে। আমি বিশ্বাস করি এখানে সবাই সাইন করবে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, যখনই কোনো অন্তর্বর্তী সরকার হয় তখনই নির্বাচন নিয়ে এ ধরনের একটি শঙ্কা থাকে। আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে চাই— ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কোনো রকম দ্বিতীয় চিন্তা আমরা কথা প্রসঙ্গেও আলোচনা করি না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/94j3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন