English

26.7 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

ফের অসুস্থ: সাবেক অর্থমন্ত্রী মুহিত হাসপাতালে

- Advertisements -

ফের অসুস্থ হয়ে পড়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত। শনিবার (৫ মার্চ) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন বলেছেন, ‘বড় ভাইয়ের শরীরের অবস্থা ভালো নয়। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। কয়েক দিন ধরেই শারীরিকভাবে দুর্বল তিনি। মুখ দিয়ে খাবার গ্রহণ করতে পারছিলেন না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। শনিবার সকাল সাড়ে ১১টায় তাকে ঢাকার বনানীর বাসা থেকে গ্রীন লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে।’

গত বছর করোনায় আক্রান্ত হন ৮৮ বছর বয়সী মুহিত। ওই বছরের ২৯ জুলাই তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন তিনি। তখন থেকে শারীরিকভাবে অনেক দুর্বল প্রবীণ এই অর্থনীতিবিদ।

অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত এ পর্যন্ত ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যার ১০টি আওয়ামী লীগ সরকার আমলের। বর্তমানে তিনি অবসর জীবন যাপন করছেন এবং লেখালেখি করছেন।

আবুল মাল আবদুল মুহিত ১৯৩৪ সালের ২৫ জানুয়রি সিলেটে জন্মগ্রহণ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hyfv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন