English

30 C
Dhaka
রবিবার, জুলাই ২৭, ২০২৫
- Advertisement -

ফ্যাসিবাদের মাথা চলে গেলেও ষড়যন্ত্র রয়ে গেছে: আব্দুস সালাম

- Advertisements -

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, পরাজিত ফ্যাসিবাদ একেবারে শেষ হয়ে যায়নি। এর মাথা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র দেশে রয়ে গেছে। কাজেই অনেকেই চাইবে না দেশে গণতন্ত্র ফিরে আসুক, গণতন্ত্রের উত্তরণ ঘটুক।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আব্দুল সালাম বলেন, “আমরা যারা আন্দোলনকারী শক্তি ছিলাম, আমরা একে অপরের প্রতিপক্ষ না। আমাদের প্রতিপক্ষ হলো ফ্যাসিবাদ-আধিপত্যবাদ। সেটার সঙ্গে যুদ্ধ বাদ দিয়ে বিএনপির সঙ্গে যুদ্ধ শুরু করে দিল। কেননা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাইতেছে, কাজেই বিএনপিকে ঠেকাও।”

তিনি বলেন, “১৭ বছর রাজনীতিটাকে এমন এক জায়গায় মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে যে, রাজনীতিবিদদের বোধহয় মানবতা বলতে কিছু নেই। যখন রাজনীতি থেকে মানবতা বিদায় নেয়, তখন সেটা রাজনীতি থাকে না। সেটা স্বৈরাচার হয়ে যায়। স্বেচ্ছাচার হয়ে যায়। অর্থাৎ যা ইচ্ছা আমি করলাম। সেটা তো আর রাজনীতি না।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “আজকে কেন বিভেদ হবে? আমরা তো বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ করি নাই। আমরা বলিনি বিএনপি এক নাম্বার দল। আমি ছাড়া অন্য কাউকে ডাকবা কেন? অন্য কারও সঙ্গে কনসার্ন করবা কেন? আমরা বলছি— সব রাজনৈতিক বিরোধী দলগুলোর সঙ্গে তুমি আলোচনা করো।”

তিনি বলেন, “দেশ পরিচালনা অত সহজ না। আমরা সবাই বলি অতীত থেকে শিক্ষা নিতে। কিন্তু তারা সেটা নেয়নি। এখনও নিচ্ছে না।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wk92
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন