বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে সংবাদ সম্মেলনে বসুরহাট পৌরসভার এই মেয়র এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমি কখনো অপরাজনীতির কাছে মাথা নত করবো না। আমি অপরাজনীতি, টেন্ডারবাজী, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সব রকম অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি তাই আমি খারাপ হয়ে গেছি।’
কাদের মির্জা আরও বলেন, ‘তিন তিনটি মায়ের বুক খালি হয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেন হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এরকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।