English

28.7 C
Dhaka
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
- Advertisement -

বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়: ববি হাজ্জাজ

- Advertisements -

ভারতীয় সামরিক বাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খন্ডে আকাশপথে হামলার ঘটনাকে “অনভিপ্রেত” এবং “অপ্রত্যাশিত” আখ্যা দিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, “বর্তমান বিশ্ব বাস্তবতায় যুদ্ধ বা সংঘাত মোটেই কাম্য নয়৷ আমরা সবাই মানবিক এবং শান্তির বিশ্ব গড়তে চাই। আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়”।

বুধবার (৭ই মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ববি হাজ্জাজ উল্লেখ করেন, “আমরা বিশ্বাস করি, যেকোন সন্ত্রাসী আক্রমণ এবং সন্ত্রাসবাদ মোকাবেলা করার পূর্ণ অধিকার ভারতসহ বিশ্বের সব দেশ সংরক্ষণ করে৷ তবে গতকাল রাতে ভারতীয় বিমানবাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খন্ডে হামলার ঘটনা একইসাথে অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। উত্তেজনা সৃষ্টি করে এমন যেকোন পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলবে”।

এনডিএম চেয়ারম্যান বলেন, “আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করবে৷ দুই দেশের সাধারণ মানুষ কোন উত্তপ্ত পরিস্থিতি দেখতে চায় না৷ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণও মানবতা এবং শান্তির পক্ষে সবসময় তাঁদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে”।

ববি হাজ্জাজ বলেন, “যুদ্ধ কোন সমাধান হতে পারে না৷ পাকিস্তানকে এখন সর্বচ্চো সংযমের পরিচয় দিতে হবে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমাধানের পথে হাঁটতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটি তাঁর শক্ত অবস্থান বজায় রাখবে বলেও আমরা বিশ্বাস করি৷ আমরা একইসাথে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি”।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন