English

18 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে: হুঁশিয়ারি জামায়াত আমিরের

- Advertisements -

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।’

আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশে আর ফ্যাসিবাদকে দেখতে চাই না। যারা জনতার এই মনের ভাষা বুঝতে পারছে না, জনগণ ১২ ফেব্রুয়ারি তাদের এ ভাষা বুঝিয়ে দেবেন।’

তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে আজাদি ‘না’ মানে গোলামি। ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।

এ সময় চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট মন্তব্য করে জামায়াত আমির বলেন, ‘জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।’

নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলবে। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মজীবী নারীদের জন্য ইভনিং বাস সার্ভিস চালু করা হবে।

এদিন সকাল থেকেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে যায় রাজধানী ঢাকার অন্যতম এই প্রবেশদ্বার।

দুপুর ১২টার দিকে সমাবেশ মঞ্চে হাজির হন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো এলাকা। জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান জামায়াত আমির।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nr6e
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন