পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ দিনে ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে গণঅধিকার পরিষদ। পুরানা পল্টন কালভার্ট রোড জামান টাওয়ারের সামনে এই কার্যক্রম শুরু হয়। পুরো রমজান মাসব্যাপী গণ-ইফতার বিতরণ কর্মসূচি চলবে বলে জানিয়েছে দলটি।
গণ-ইফতার বিতরণ কর্মসূচিতে দলের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমও চালিয়ে যাবো। একইসাথে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি মদদে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছি। পাশের দেশের দাদা বাবুদের প্রত্যক্ষ মদদে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আজকে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা দেওয়ার দুঃসাহস তারা দেখাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আগুন নিয়ে খেলবেননা। দ্রব্য মূল্য কমান, সাধারণ মানুষকে বাঁচতে দিন।
গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বলেন, দেশে এখন দ্রব্য মূল্যের যে দাম তাতে সাধারণ মানুষের যায়যায় অবস্থা। এমন একটা অবস্থায় আমরা আমাদের সামর্থ অনুযায়ী নিম্ন আয়ের মানুষদের মাঝে গণ ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছি। একইসাথে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভারতীয় প্রেসক্রিপশনে ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।
ইফতার বিতরণ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।