English

29.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

লন্ডনে বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না: এ্যানি

- Advertisements -

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন কেমন হবে সেই কথাগুলো আসা দরকার। একটা বিশেষ দলকে নয় বরং আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে সকল দলের প্রতি বিএনপির আহ্বান জানিয়েছেন মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার পরামর্শে আমরা দেশ গড়ার কাজে নিয়োজিত।’

রবিবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ওলামাদল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘গত ১৩ তারিখ লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে- এ বৈঠক বলে দেয় বেগম খালেদা জিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি পরামর্শ ছিল, সালাম পাঠিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। বাংলাদেশের জনগণের কথা উল্লেখ ছিল। এটি নিয়ে গাত্রদাহ হওয়া উচিত না।’

তিনি আরও বলেন, ‘আমরা অপেক্ষা করছি তারেক রহমান আসবেন। এই দেশে ভোট হলে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নেতৃত্ব দেবে বিএনপি, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। একদলীয় শাসন আমরা চাই না। বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি একদলীয় শাসনের অবস্থা কেমন হয়। এর জন্যই তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ajkb
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন