English

18.5 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫
- Advertisement -

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাব চেয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

- Advertisements -

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, ‘ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তারে আমরা দুইটা ঘোষণা আমরা দিচ্ছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী খোদা বকশ চৌধুরীকে জনতার সামনে আইসা বলতে হবে যে, এই এক সপ্তাহে সে কী অগ্রগতি করেছে। যদি সে এর জবাব দিতে না পারে, তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

শনিবার ওসমান হাদিকে দাফনের পর বিকেল পাঁচটায় রাজধানীর শাহবাগ মোড়ে তিনি এসব কথা বলেন এবং রোববার বিকেল পাঁচটায় পুনরায় শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শনিবারের মতো কর্মসূচি শেষ করেন।

সমাবেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দফা দাবি ঘোষণা করা হয়। একটা হলো- ওসমান হাদিকে হত্যাকারী, হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারীসহ সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আরেকটা হলো- সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সে আওয়ামী দোসরদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে জাবের বলেন, ‘যখন এই গুলির কথা বলা হয় তখন আপনি পেঁয়াজ-রসুনের আলুর আলাপ দেন। আপনি কীসের স্বরাষ্ট্র উপদেষ্টা মিয়া? একজন স্বরাষ্ট্র উপদেষ্টার যেই ধরনের ভারিক্কি দরকার ওইটা কি তার মধ্যে আছে? আমরা জুলাই পরবর্তী যারা আসছে প্রত্যেককেই সম্মান করতে চাই কিন্তু সম্মান করায় আমাদের কঅ উপকার হইছে? আমরা উসমান হাদিরে হারাইছি।’

আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদিকে যারা খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, খুনের সহায়তা করেছে, প্রত্যেককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। আর বিগত ১৭২ ঘণ্টায় সরকারের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই।’

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা কিন্তু এমন দায়িত্বও নেই যে, আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে ধইরা রাখব। এই দায়িত্ব আমরা নেই নাই। আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেপ্তার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন।’

ইনকিলাব মঞ্চের এই নেতা আরও বলেন, ‘মিলিটারি-সিভিল, মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল হবে না।’

তিনি আলটিমেটাম দিয়ে বলেন, ‘এখন ৫টা ১৫ বাজে, আগামীকাল ৫টা ১৫ মিনিটের মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এইখানে আসব। কোনো ছাড় চলবে না। রক্তের সঙ্গে আমরা আর কোনো গাদ্দারি হইতে দেবো না।’

জাবের আরও বলেন, ‘আপনাদেরকে তো আমরা আলটিমেটাম জানাজার মাঠ থেকে দিয়ে আসছি ২৪ ঘণ্টা। এই ২৪ ঘণ্টার মধ্যে আপনারা যদি খুনি এবং খুনের যারা সহযোগী তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম না হন, এই জনতার ওপরে আমরা আর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেব না।’

জনতাকে কোনো কিছু না ভাঙার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আবেগ আমি বুঝতে পারি, আমরা আপনাদের সঙ্গে আছি। কেউ যদি আপনাদের বুঝাই দেয় যে, অমুক জায়গা দিয়া ভাইঙ্গা ফেল, এই ভাইঙ্গা ফেলা যাবে না। আপনারা যা কিছু করছেন, এতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হইছে।’

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা জানিয়ে তিনি বলেন, ‘আগামী সামনে নির্বাচন রয়েছে। সামনে নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। যাতে নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য সবগুলো ষড়যন্ত্র।’

তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘যারা সরকার গঠন করছে এই জনতা তো অত্যন্ত আশা নিয়া তাদের কাছে আসছিল। কিন্তু সারাদিন সরকারের মধ্য দিয়ে তার কোনো প্রতিফলন তারা দেখতে পায় নাই। আগামী দুই-একদিন পরে গুম কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xvje
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন