English

20 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ৩, ২০২৫
- Advertisement -

১৪ বছর পর নির্বাচনী গণসংযোগে সালাহউদ্দিন আহমদ

- Advertisements -

নিজের নির্বাচনী এলাকায় দীর্ঘ ১৪ বছর পর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ। নির্বাচনী গণসংযোগে অংশ নিতে টানা পাঁচ দিনের সফরে তিনি কক্সবাজারে এসেছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় রাজধানী ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

সফরের প্রথম দিনে পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগ ও দলীয় কর্মসূচীতে অংশ নেওয়ার উদ্দ্যেশে চকরিয়া উপজেলার খুটাখালীর উদ্দ্যেশে যান। সেখানে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের প্রেস সচিব ছফওয়ানুল করিম জানিয়েছেন, সফরে প্রথমদিনে খুটাখালী পৌঁছার পর দুপুর দেড়টা পর্যন্ত পীর হাফেজ আব্দুল হাই-এর কবর জিয়ারতের মাধ্যমে সালাহউদ্দিন আহমেদ নির্বাচনী গণসংযোগ শুরু করবেন।

এরপর খুটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করবেন। পরে খুটাখালী ইউনিয়নের ১-৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ এবং প্রচারণায় অংশ নেবেন।

খুটাখালীতে নির্বাচনী গণসংযোগ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাহউদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচীতে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাগলিরছড়া এলাকা সনাতন সম্প্রদায়ের মানুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এরপর ইউনিয়নটির ২, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভা এবং গণসংযোগে অংশ নেন। সন্ধ্যায় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রথমদিনের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শেষে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ পেকুয়া উপজেলাস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণের কথা রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ewif
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন