English

32 C
Dhaka
সোমবার, জুন ১৬, ২০২৫
- Advertisement -

১৫ বছরে মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেনি: শফিকুর রহমান

- Advertisements -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘গত ৫ আগস্টের পরিবর্তনের পর থেকে পুরো মাসজুড়ে আমি যেখানে গিয়েছি, সালাম দেওয়ার পর সবাই ঈদ মোবারক বলেছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত। অথচ গত সাড়ে ১৫ বছরে ৩২টি ঈদ পার হয়ে গেছে, কিন্তু দেশের মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ঈদ উদ্যাপন করতে পারেনি।’

গতকাল রবিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘সাড়ে ১৫ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্নীতি এতটাই বেড়েছে যে, সরকারি প্রতিষ্ঠানগুলো কার্যত অকেজো হয়ে গেছে।’

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা অতীত ও বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসনহীন বাংলাদেশ।’

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা মারুফ আহমদ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি হাফেজ আবু সুফিয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলী, সাবেক সেক্রেটারি খন্দকার আব্দুস সুবহান, ঢাকার পল্টন থানা আমির শাহীন আহমদ খান, মৌলভীবাজার পৌর আমির হাফেজ তাজুল ইসলাম, কুলাউড়া উপজেলা আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির আব্দুল হামিদ খান, উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জেলা ছাত্রশিবির সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মজলিসে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম খান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিন এবং কর্মধা ইউনিয়ন জামায়াতের সহসভাপতি সালেক আহমদ প্রমুখ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন