English

38 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২, ২০২৪
- Advertisement -

আওয়ামী লীগে কিছু ভেজাল আছে, কিন্তু গামছায় কোনো ভেজাল নেই: বঙ্গবীর কাদের সিদ্দিকী

- Advertisements -

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘নির্বাচনে কে আসল আর কে আসলো না, এটা বড় কথা না। কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে দেওয়া হয়েছে আমরা ভোট কেন্দ্রে ভোটার চাই। শত শত হাজার হাজার ভোটার যদি কেন্দ্রে যায়, তারা ভোট দেয় তাহলে নির্বাচনে কে আসলো আর না আসলো এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আমরা ভোটারের ভোট চাই।’

Advertisements

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর স্কুল মাঠে বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগে কিছু ভেজাল আছে কিন্তু গামছায় কোনো ভেজাল        নাই। আওয়ামী লীগে মতিয়া চৌধুরী আছে, যে বঙ্গবন্ধুর চামড়া দিয়া ডুগডুগি বাজাতে চেয়েছিলো, জুতা বানাতে চেয়েছিলো। আমাদের গামছা সখীপুর, বাসাইল, টাঙ্গাইল তথা বৃহত্তর ময়মনসিংহ এলাকার মার্কা।

Advertisements

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ধানের শীষের এক নেতা মনে করেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলো, জিয়াউর রহমানই এদেশের নেতা। আমিতো জিয়াউর রহমানকে নেতা মানতে পারি না। আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জিয়াউর রহমানকে ততোক্ষণ মানি যতোক্ষণ জিয়াউর রহমানের নেতাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি সে বলে না জিয়াউর রহমানই সব বঙ্গবন্ধু কিছুই না, তাহলে জিয়াউর রহমান আমার কাছে কিছুই না।

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপত্বিতে বক্তৃতা করেন, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতিক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সমম্পাদক এটিএম সালেক হিটলু, সখীপুর পৌর সভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বাসাইল পৌর সভার মেয়র রাহাত হাসান টিটু, মো. সানোয়ার হোসেন মাস্টার, আলমগীর সিদ্দিকী প্রমুখ।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন