সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। আজ বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সমাবেশের ঘোষণা দেন।
চরমোনাই পীর বলেন, আগামীকাল শুক্রবার (৩ নভেম্বর) যে মহাসমাবেশ হবে, সেখান থেকে ইসলামী আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
কী ধরনের কর্মসূচি আসতে পারে জানতে চাইলে মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘পরিস্থিতির আলোকে সেটা আমরা আগামীকাল মহাসমাবেশে জানিয়ে দেব।’
সমাবেশ কত লোক হতে পারে জানতে চাইলে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘সংখ্যা তো আর বলা যাবে না। তবে আশা করি সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। এই সমাবেশ কোনো দলের নয়, এটি সব জনগণের।’
অনুমতির বিষয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আমরা প্রশাসনের মাধ্যমে অনুমতি পেয়েছি। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কিছু কিছু জেলায় বাস মালিক সমিতি টাকা অ্যাডভান্স নিয়েও তারা তাদের পরিবহন দিতে গড়িমসি করছে। আবার কিছু কিছু থানায় প্রশাসন আমাদের নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য হয়রানি করার মতো বা হুমকি-ধামকিও দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই আমাদের মহাসমাবেশ বাস্তবায়নের জন্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। তার মধ্যে একটি হলো- সাংবাদিক বন্ধুদের অবহিত করা যে আমরা কী করতে চাই? এ সমাবেশের উদ্দেশ্যটা কী? এ থেকে জাতিকে কী বার্তা দেওয়া হবে? আপনাদের মাধ্যমে পুরো জাতি যেন সেটা জানতে পারে। সেই অনুযায়ী, জনগণ যেন পদক্ষেপ নিতে পারে।’
এ সময় প্রশাসনের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন তাদের দায়িত্ব হলো এই রাষ্ট্রের যারা নাগরিক আছেন তাদের নিরাপত্তা প্রদান করা। কাজেই আমরা যারা জনগণ তাদের কাছ থেকে নিরাপত্তা চাই, ভালো ব্যবহার চাই।কোনো অবস্থাতেই একমুখী আচরণ জনগণ কামনা করে না। সে হিসেবে আমি রাষ্ট্রের উদ্দেশে বলব, জনগণের বন্ধু হোন, কোনো দলের নয়।’