English

26 C
Dhaka
শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
- Advertisement -

আগামী শনিবার তারেক রহমানের সাথে বৈঠকে বসছে এনডিএম

- Advertisements -

আগামী শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন বিএনপির যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার (৭ আগষ্ট) সন্ধ্যায় এনডিএম এর দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। বিএনপির লিয়াঁজো কমিটির পক্ষে নেতৃত্ব দিবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, ব্যারিষ্টার শাহেদুল আজম এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি।

এর আগে গত জুলাই মাসের তৃতীয় সপ্তাহে লন্ডনের একটি অভিজাত হোটেলে চলমান রাজনৈতিক সংকট ও জাতীয় ঐক্য গঠনের প্রেক্ষাপট নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা ঘোষণার পর এনডিএম এর সঙ্গে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/oc97
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন