English

26 C
Dhaka
মঙ্গলবার, মে ৬, ২০২৫
- Advertisement -

আবেগাপ্লুত নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া

- Advertisements -

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে সংবর্ধনা জানান।

আজ সকাল ১০ টা ৪০ মিনিটে তাকে বহন করা বিমানটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বেগম খালেদা জিয়ার সাথে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং শর্মিলা রহমানও দেশে ফিরেছেন।

বিমানবন্দর থেকে চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত সড়কের দু’পাশে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক জনসমাগম ছিল। এসময় দলের নেতাকর্মীরা হাতে দলীয় ও জাতীয় পতাকা নিয়ে প্রিয় নেত্রীকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষও এতে যোগ দিয়েছে।

বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের সদস্য সচিব কামরুল জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেসে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন