English

34 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
- Advertisement -

আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না: জি এম কাদের

- Advertisements -
Advertisements

আমরা লোভ লালসা থেকে দূরে থাকতে পারি না। যারা আমাদের দলে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের দল থেকে বের করে দিতে পারি না, আমরা ঝুঁকি নিতে পারি না। সামনের দিনে যদি রাজনীতিকে বাঁচাতে হয়, তবে ঝুঁকি নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

Advertisements

শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীতে নিজের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন। নিজ কার্যালয়ে জিএম কাদের যখন এই অভিযোগ করছেন তখন কাকরাইলে রওশন এরশাদপন্থি জাতীয় পার্টি পৃথক সভা করেছে। ৯ মার্চ তারা সম্মেলন করারও ঘোষণা দিয়েছেন।

জি এম কাদের বলেন, ‘আমাদের লাঙ্গল নিয়ে যাওয়া হবে, এ ধরনের হুমকি দেওয়া হয়। দল বাঁচাবো, না রাজনীতি বাঁচাবো। এই কারণে জাতীয় পার্টি সব সময় ভঙ্গুর হয়ে থাকে। সরকার আমাদের দুর্বল করার জন্য সব সময় একটা জোট বানিয়ে রাখে। যখন সত্যিকারের অর্থে আমরা রাজনীতি করবো; জনগণের রাজনীতি করবো তখন তারা বাধা দিয়ে আমাদের দলকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। এ থেকে বাঁচতে হলে নেতাকর্মীদের সত্যিকারের জাতীয় পার্টি করতে হবে।’

যারা জাতীয় পার্টির প্ল্যাটফর্ম ব্যবহার করে অন্য দলে যেতে চায় তাদের দল থেকে বের করে দিতে হবে জানিয়ে কাদের বলেন, ‘এটা যদি করতে পারেন তাহলে দল টিকবে। না হলে টিকবে না। এইভাবে গৃহপালিত দলের কোনো প্রয়োজনীয়তা দেশ ও জাতির কাছে নাই।’

নিজের দলকে ব্যালেন্সিং ফ্যাক্টর উল্লেখ করে কাদের বলেন, ‘আমাদের কথা শুনতে বাধ্য হয় সরকার, বাধ্য হয় যে কোনো দল। আমাদের রাজনৈতিক প্রয়োজনীয়তা আছে। যেই মুহুর্তে আমরা একজনের কাছে বন্দি হয়ে গৃহপালিত হবো, উনি যেইভাবে বলবেন সেইভাবে কথা বলবো, তখনতো জনগণের কাছে আমাদের আর দরকার নেই।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশের রাজনীতিকে নষ্ট করবেন না। দলগুলোকে রাজনীতি করতে দেন। সবাইকে ধ্বংস করে আপনারা এককভাবে রাজনীতি করবেন এটা হতে পারে না।’

এসময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন