অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমল ওয়ালা, আল্লাহ ভীরু আলেম হওয়াই কওমি মাদরাসায় পড়ার উদ্দেশ্য। আল্লাহর ভয় অন্তরে না থাকলে অপরাধমুক্ত জীবন যাপন করা সম্ভব নয়। দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থেকে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে অন্যদের চোখে বড় করে দেন এবং যে নিজেকে বড় মনে করে আল্লাহ তাকে অপদস্থ করেন।
তিনি বলেন, জবানকে সর্বদা সংযত করে চলতে হবে ।
অনর্থ কথাবার্তা থেকে বিরত থেকে আল্লাহর জিকির আজকার ও কোরআন তেলাওয়াত বেশি করে করতে হবে। হাদীস শরীফে আছে, হযরত নবী করীম সাঃ বলেছেন, যে ব্যক্তি জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজতে রাখবে আমি নবী তার জান্নাতের জিম্মাদার। অত্র নূরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ,এর বিশেষ আমল ছিল তিনি সর্বদা জিকির করতেন অথবা কোরআন তেলাওয়াত করতেন। তাই সময় নষ্ট না করে চতুর্মুখী যোগ্যতা অর্জন করতে হবে,কারণ যোগ্য লোকের সম্মান সব সময়ই রয়েছে। অন্যায় কাজ ও হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে।
নজরকে সর্বদা উঁচু রাখতে হবে। কারণ বাজ পাখির নজর থাকে উপরে, আর শকুনের নজর থাকে নিচের দিকে,মৃত প্রাণীর তালাসে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করা যাবে না। মুসলমানদেরকে পরস্পরের নিজেদের সম্মান নিজেরা বজায় রাখতে হবে।
আজ ১২ জুলাই ২০২৫ ইং শনিবার বাদ মাগরিব কামরাঙ্গীর চরস্থ জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসা মসজিদে বয়ানে ধর্ম উপদেষ্টা আল্লামা আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন। এর আগে বাদ আসর হযরত হাফেজ্জী হুজুর রহ,এর মাজার জিয়ারত করে উলামায়ে কেরাম ও খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় মাদরাসার সকল ছাত্র- শিক্ষক স্থানীয় মসজিদ মাদরাসার ইমাম ও আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।