English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
- Advertisement -

এক হাদিকে হত্যা করে লাখো হাদির জন্ম হয়েছে: শফিকুল ইসলাম

- Advertisements -

পটুয়াখালী-২ (বাউফল ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর (দক্ষিণ) জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, শাহাদাতের তামান্না মানুষের সবচেয়ে বড় শক্তি। ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারার চেয়ে বড় শক্তি পৃথিবীতে আর কিছু নেই। কেউ যদি মরার সিদ্ধান্ত নেয়, তাহলে পৃথিবীর কারোই তার সামনে দাঁড়ানোর সাহস থাকে না। একজন শরিফ ওসমান হাদিকে হত্যা করা গেছে, কিন্তু লাখো ওসমান হাদির জন্ম হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালীর বাউফল পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, হাদি কোনো বড় দলের নেতা ছিলেন না। মাত্র ৩২ বছরের একজন যুবক পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করে গেছেন বয়স, শরীর, দল, নেতা কিংবা অবস্থান নয়, মানুষের জন্য সবচেয়ে বড় বিষয় হলো কর্ম। কর্ম দিয়েই মানুষ বড় হয়, আর সেই প্রমাণ রেখে গেছেন ওসমান হাদি।

তিনি বলেন, এখন নাকি মা-বোনদের ভোট দিতে যেতে দেওয়া হবে না। ওসমান হাদি যেমন ইনসাফের জন্য নিজের জীবন দিয়েছেন, তেমনি আমাদের মা-বোন ও ভাইদের ভোটাধিকার নিশ্চিত করতে যদি জীবন দিতে হয়, আমরা প্রস্তুত আছি।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, যাদের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, তাদের একজনকে হত্যা করা যায়। কিন্তু তার বিপরীতে লাখো কোটি ওসমান হাদির জন্ম হয়। আমাদের ঠেকাতে কেউ এলে বাউফলে অন্যায়ের প্রতিবাদ করতে আরও লাখো মানুষের জন্ম হবে।

তিনি বলেন, ওসমান হাদি নিজের শত্রুর সঙ্গেও ইনসাফ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। যারা আমাদের গালাগাল করে, মা-বোনদের হুমকি দেয় আমরা যেন সেই জালিমদের সঙ্গেও ইনসাফ করতে পারি।

ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন,  যতদিন পর্যন্ত এ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার না করা হবে, ততদিন চলমান আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t2he
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন