English

26.4 C
Dhaka
বুধবার, মে ১৪, ২০২৫
- Advertisement -

এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ শুক্রবার

- Advertisements -

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইংয়ের আগামী ১৬ মে ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দল গঠনের পর তরুণ শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করি। আমরা ৬৪ জেলায় মানুষের সঙ্গে কথা বলছি। তথ্য সংগ্রহ করছি, সেখান থেকে নতুন বাংলাদেশকে কীভাবে একটা জায়গায় নিয়ে যেতে পারি সেটার জন্য কাজ শুরু করি।

বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটি প্রতি দেশের জন্য ১০০-২০০ বছর পরে আসে। বাংলাদেশে তরুণদের অনুপাত ৪০ শতাংশের বেশি। এই তরুণদের ঐক্যবদ্ধ করে আমরা যদি ভাগ্যের চাকা ঘোরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া উপায় নেই। এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদের আমাদের ঐক্যবদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, আমরা মনে করি ছাত্রশক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে আসতে পেরেছে জাতীয় যুবশক্তি একটি মাইল ফলক হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব) অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন