English

29.3 C
Dhaka
রবিবার, আগস্ট ৩, ২০২৫
- Advertisement -

এনসিপির শীর্ষ তিন নেতার ভিডিও বার্তা

- Advertisements -

‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে আজ রবিবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

শনিবার রাত সাড়ে ১১টায় এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন দলটির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং আহ্বায়ক নাহিদ ইসলাম।

হাসনাত আবদুল্লাহ বলেন, ২০২৪ সালের ৩ আগস্ট এক দফার ঘোষণার মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানো সম্ভব হলেও নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই এখনো শেষ হয়নি।

সারজিস আলম জানান, জুলাই পদযাত্রার মাধ্যমে ৬৪ জেলায় ঘুরে মানুষের আশা-আকাঙ্ক্ষা ও প্রস্তাব শুনে ইশতেহার সাজানো হয়েছে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে রাষ্ট্র পুনর্গঠনের এই পরিকল্পনা মানুষের প্রত্যাশা অনুযায়ী তৈরি।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই ছিল একটি সম্ভাবনার শুরু। ঐক্যবদ্ধভাবে আমরা বৈষম্যহীন, গণতান্ত্রিক, নাগরিক মর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়তে চাই। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল সমস্যার সমাধানের উপকল্পই হবে এই ইশতেহারের মূল বিষয়।”

তিনি সবাইকে শহীদ মিনারে উপস্থিত থাকার আহ্বান জানান এবং বলেন, “গণঅভ্যুত্থানে যেমন জনগণের আস্থার প্রতীক ছিলাম, তেমনি বাংলাদেশ বিনির্মাণেও জনগণের পক্ষে লড়াই চালিয়ে যাব।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tuqa
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন