৩৭ ঘণ্টায়ও চূড়ান্ত ফল ঘোষণা না আসায় এটিকে জাবি প্রশাসনের ‘ভয়ংকর ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল। তাহলে আপনারা পারলেন না কেন? না পারার মূল কারণ হলো— তাদের কোনো প্রস্তুতিই ছিল না। সবকিছু যান্ত্রিকভাবে আপনি গুনবেন কিন্তু তারও তো একটা সাপোর্টিভ থাকা লাগে। ‘প্ল্যান বি’ থাকা লাগে, যদি কোনো কারণে একটি বন্ধ হয়ে যায়, অন্যটি যেন কাজে লাগে। আপনাদের কি অলটারনেটিভ প্ল্যান ছিল? কোনো প্ল্যান ছিল না। এ রকম ভয়ংকর ব্যর্থতা আমার জীবনে কখনো দেখিনি।”
নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।
প্রশ্ন রেখে মাসুদ কামাল বলেন, “১১ হাজার ভোট গুনতে কি তিন দিন লাগে? জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র ১৭৭ জন। আহামরি কোনো প্রার্থীও না যে অনেক প্রার্থী, অনেক ভোট, তাও না।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/5ltl