সম্প্রতি এক টক শোতে এসে তিনি এসব কথা বলেন।
পিনাকী বলেন, ‘বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না। কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে? কোথাও এঙ্গেজ করছে? করেনি।
তিনি বলেন, ‘এক বছরে তার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, যাকে চিনে, যে তার বন্ধু তাদের নিয়ে কাজ করছে। সে স্বীকারও করছে যে তখন পাইনি, যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছি।
পিনাকী আরো বলেন, ‘রাষ্ট্র নিয়ে, সংস্কার নিয়ে, সরকার নিয়ে আমাদের একটা চিন্তা আছে না? প্রফেসর ইউনূস সরকারের সংস্কার কমিশন আমাদের সঙ্গে বসে আধা ঘণ্টা কথা বলছে? আমরা তো এতদিন ধরে লড়াই করেছি, সংগ্রাম করেছি। যেরকমই করি, যতটুকুই করি— আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে, কেউ কিছু বলেনি। আমাদের মাথায় বুদ্ধি নাই? আমরা লেখাপড়া করি না? নাকি আমরা পার্ট অফ রেভুলেশন না?