মোঃ আলাল উদ্দিন: আজ বিকেল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় এক পথসভায় বক্তব্যে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন আমরা জীবন দিয়ে হাসিনাকে উৎখাত করেছি একব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য নয়।
বাংলাদেশের সকল প্রতিষ্ঠান হবে জনগণের, তিনি আরো বলেন বাংলাদেশের সকল মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের অনেক ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে, অনেকের চোখ হারিয়েছে পা হারিয়েছে।বাংলাদেশ কে কড়া শাষনের নামে যারা শোষন করেছে এমন রাজনীতি আমরা আর চাই না। রাস্তা ঘাট ব্রীজ কালভার্ট তৈরীর নামে যারা কোটি টাকা আত্নসাৎ করেছে এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে , ব্রীজ কালভার্ট তৈরির নামে পাচারের রাজনীতি আমরা আর চাই না।
তিনি ভৈরবের প্রতিটি ঘরে ঘরে এনসিপির বার্তা পৌছে দেওয়ার আহবান জানান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আরিফ আদিবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি তার বক্তব্যে বলেন আমরা চাইবো নারী বান্ধব রাজনীতি করার জন্য, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলার মুখ্য সংগঠক শরীফুল হক জয় ও অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত পথসভায় ভৈরব, কুলিয়ারচর উপজেলার এনসিপির নেতৃবৃন্দ, ছাত্র -জনতা এ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উক্ত পথসভাকে কেন্দ্র করে ভৈরবে আইনশৃঙ্খলা বাহিনী ছিলো কঠোর অবস্থানে। পথসভার কারনে ভৈরবের বিভিন্ন সড়ক ও ঢাকা সিলেট মহাসড়কে বেশ কিছু সময় জানজট তৈরী হয়।