English

27 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
- Advertisement -

করবো কাজ, গড়বো দেশ সবার আগে বাংলাদেশ: তারেক রহমান

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম দিনের প্রচারণার অংশ হিসেবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিএনপির ৫ম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ২২ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে আয়োজিত এই বিশাল জনসভায় নির্ধারিত সময় বিকেল ৫টার পরিবর্তে রাত সোয়া ১২টায় সভাস্থলে পৌঁছান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচনী দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বিএনপি মনোনীত কিশোরগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন।

তারা হলেন— কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী এডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী ড. এম. ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী সৈয়দ এহসানুল হুদা এবং কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মো. শরীফুল আলম।

তবে কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী এডভোকেট ফজলুর রহমান জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়ায় উপস্থিত হতে পারেননি। বর্তমানে তিনি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো—দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা অপেক্ষা করেও বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের অধৈর্য প্রকাশ না করে তারেক রহমানকে এক নজর দেখার এবং তাঁর বক্তব্য শোনার আশায় শান্তিপূর্ণভাবে অপেক্ষা করেন। অবশেষে রাত সোয়া ১২টায় তার আগমনের মাধ্যমে তাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। জনসভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিয়া। জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএন, পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি সাদাপোশাকে প্রশাসনের বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত ছিলেন। জনসভায় অংশ নিতে দুপুরের পর থেকেই কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলার ৬টি সংসদীয় আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বাস, ট্রেন, লঞ্চ ও ইঞ্জিনচালিত নৌযানে করে ভৈরবে এসে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন। এতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ভৈরব স্টেডিয়াম প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। এ সময় জেলা পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি ১৩ উপজেলার সভাপতি-সম্পাদকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tndg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন