English

24 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
- Advertisement -

কাফনের কাপড় জড়িয়ে রিজভীর পথরোধ নেতাকর্মীদের

- Advertisements -

শরীরে কাফনের কাপড় জড়িয়ে পটুয়াখালীতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পথরোধ করলেন জেলা, উপজেলা যুবদলের নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সদর উপজেলার কাজিরহাট ব্রিজ এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

এদিন রিজভী আহমেদ পটুয়াখালীতে এক অসহায় পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা দিতে আসলে আন্দোলনকারী নেতাকর্মীরা ব্রিজের ওপর অবস্থান নেন। তারা রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা গেছে, রিজভীর আগমনের খবর পেয়ে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দলীয় নেতাকর্মীরা কাফনের কাপড় পরে সড়কে শুয়ে বিক্ষোভ করেন।

আন্দোলনরত নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের পরবর্তী বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘদিন ধরেই তারা অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।

সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই আমাদের ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের সঙ্গী। তার মতো একজন ত্যাগী নেতা আগামী নির্বাচনে যুবদলের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা তাকে ফিরে পেতে চাই।

পরে পরিস্থিতি শান্ত করতে রুহুল কবির রিজভী আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, আমি এখানে মানবিক কাজে এসেছি, কোনো সাংগঠনিক কাজে নয়। তবে বিষয়টি পরবর্তী সময়ে দলীয়ভাবে বিবেচনা করা হবে।

তার আশ্বাসের পর বিক্ষুব্ধ নেতারা সড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jcj1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন