অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন আমীর খসরু।
বিএনপির এই নেতা বলেন, ‘কেয়ারটেকার মুডের দিকে যতি আমরা যাই, তাহলে আজকে যে অ্যাডভাইজরি কমিটি (উপদেষ্টা পরিষদ) আছে, এটাকে কমিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে।’
উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কমানোর আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘সংখ্যা কমানোর কথা বলছি, বাড়ানোর কথা না। কারণ আপনি যখন কেয়ারটেকার মুডে যাবেন, সংখ্যা আমাদের জানা আছে, কেয়ারটেকারে ১০ জন ছিল। ঠিক আছে আমরা সংখ্যা বলছি না। আমনাকে সেদিকে যেতে হবে। যারা বিতর্কিত এখানে, তাদেরকে বাদ দিলে আমাদের সেদিকে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষতার কথা বলছি। সুতরাং যাদের সম্পর্কে বিতর্ক আছে, তাদের বাদ দিয়ে কেয়ারটেকার মুডের দিকে যেতে হবে। সংখ্যা কমিয়ে আনতে হবে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটা হচ্ছে মূল কথা।’