জুলাই মাসে রাজধানীর আশুলিয়ায় রাসেল গাজী হত্যার মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন এদিন আদালতে পলককে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিতে পলকের উপস্থিতির সময় আদালতে ছিলেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী।
শুনানির আগে কারাগারে পলকের শারীরিক অবস্থা ও প্রয়োজনীয়তার বিষয়ে জানতে চাইলে পলক জানান, ‘কারাগারে নিয়মিত কোরআন শরীফ পড়ছি। কোরআন শরীফ এক খতম দিয়েছি।’
আদালত কক্ষে পলকের কোমরে ব্যাকপেইনের জন্য একটি সাপোর্ট বেল্ট দেখা যায়। আইনজীবীর প্রশ্নে তিনি জানান, ‘শারীরিকভাবে আছি কোনোরকম।’ তার আইনজীবী রাখী বলেন, ‘তিনি কারাগারে নিয়মিত কোরআন পড়ছেন, ইতোমধ্যে একটি খতম দিয়েছেন। তার কোমরে ব্যথা আছে এবং বেল্ট ব্যবহার করছেন।’
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ার গাজীরচট এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রাসেল গাজী (২৭)। পরে তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত রাসেলের বাড়ি আশুলিয়ার গাজীরচট মধ্যপাড়ায়। তার বাবা বেলায়েত গাজী ও মা সেলিনা বেগম।
এই ঘটনার জেরে ১৫ আগস্ট পলককে প্রথম গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি একাধিক হত্যা, হত্যাচেষ্টা ও দুর্নীতির মামলায় গ্রেপ্তার ও রিমান্ডে আছেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকেও একই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে বলে জানা গেছে।