English

23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২২, ২০২৫
- Advertisement -

খেলাফত আন্দোলনের বৈঠক অনুষ্ঠিত নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই: খেলাফত আন্দোলন

- Advertisements -

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসী ইসলামী দলগুলোর কার্যকর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে। প্রত্যেক আসনে ইসলামী দল গুলোর পক্ষ থেকে একজন প্রার্থী দেখতে চায় ভোটারগণ। এজন্য প্রত্যেক দলকে আন্তরিক হতে হবে। তিনি বলেন, দেশবাসী মনে করে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশে ইসলামী দলগুলো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার এবারই উপযুক্ত সময়।

তিনি বলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রাথমিকভাবে শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। হযরত হাফেজ্জী হুজুর রহঃ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকে নির্বাচনে ইচ্ছুকদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকার জন্য জন্য প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আমিরে খেলাফত।

আজ ২২ নভেম্বর ২০২৫ ইং শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিম উদ্দিন, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান , যুগ্ম মহাসচব , অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন ,আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সি, হাজী জালাল উদ্দিন , সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, উপদেষ্টা

অ্যাডভোকেট মোহাম্মদ লিটন চৌধুরী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, আলহাজ্ব আবুল হাসান শাহজাহান, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা তাওহীদুজ্জামান, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুরী, মুফতি শিহাব উদ্দিন কাসেমী, মুফতি আবুল হাসান কাসেমী, মাওলানা হাফেজ আবুল কাশেম রায়পুরী, মাওলানা সাইফুল ইসলাম জামালী, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাফেজ ওয়ালীউল্লাহ, মাওলানা আল আমিন ও জনাব আতিকুল ইসলাম প্রমুখ।

সভায় আগামী ২৯ নভেম্বর খেলাফত আন্দোলনের ৪৪ তম কেন্দ্রীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার ব্যাপারে বিভিন্ন কর্মসূচি ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করা হয়। প্রতিনিধি সম্মেলনকে সফল করার জন্য মজলিসে শূরা, আমেলাসহ সকল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন আমীরে খেলাফত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/63xr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন