English

15 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
- Advertisement -

গণঅধিকারে যোগ দিলেন মডেল মেঘনা আলম

- Advertisements -

গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। যোগদান শেষে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন তিনি।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন মেঘনা আলম। পরে তিনি ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এছাড়া, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, বিকেলে মডেল মেঘনা কেন্দ্রীয় কার্যালয়ে ফরম পূরণে করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে, সাবেক মিস আর্থ বাংলাদেশ ও আলোচিত মেঘনা আলম আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। ওই সময় তিনি ফেসবুকে জানান, ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলবেন।

তিনি আরও জানান, ঢাকা-৮ এলাকায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করা হবে, যাতে পথে চলাচলের সময় কোনো নারী স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার না হন।

এছাড়া, তিনি নাগরিকদের হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগের জন্য এলাকায় একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও উল্লেখ করেন মেঘনা আলম।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/dgpj
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন